
নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় ৫ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে ২ জনকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মদনগঞ্জে অবস্থিত কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন: মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাইফুজ্জামান সোহাগ (২৮), নিজস্ব ফায়ার ম্যান দেওয়ান আলী (৪৫), রাহাতুল আরেফিন (২৮), আবুল কালাম আজাদ (২৮) ও শ্রমিক মাসুদ রানা (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মদনগঞ্জ বসুন্ধরা সিমেন্ট কারখানায় কয়লা পোড়ানোর কোল্ড মেশিনে আগুন ধরে। খবর পেয়ে ফায়ারম্যানসহ কয়েকজন মেশিনের আগুন নেভানোর চেষ্টা করে। তখন হঠাৎ মেশিনে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।
বন্দর থানার অফিসার ইনচার্জ(ওসি) ফখরুদ্দিন ভূইয়া বলেন, বসুন্ধরা সিমেন্ট কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় ৫ জন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বন্দর ফায়ার সার্ভিসের উপ পরিচালক জিন্নাত আলী জানান, দুপুরে সংবাদ পাই বসুন্ধরা সিমেন্ট কারখানায় আগুন লেগেছে। সংবাদের কিছু সময় পরই আমাদের জানানো হয় আগুন নিভে গেছে। কিছু সময় পর জানতে পারি ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তবে ঘটনা সর্ম্পকে জানতে লোক পাঠিয়েছি।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |