
শিল্পী আতিয়া তাসনিম আনহার কন্ঠে বিখ্যাত ব্রিটিশ ব্র্যান্ড বিস গিস ( Bee Gees ) এর একটি গানের সুর অবলম্বনে মিউজিক ভিডিও ” ভালোবাসা মানে ”। ব্র্যান্ড বিস গিসের বিখ্যাত গানটির শিরোনাম ” How Deep Is Your Love ”। ( মিউজিক ভিডিওটি নিচে যুক্ত আছে )
গানের গীতিকার আতিকুর রহমান
ইংলিশ ব্র্যান্ড বিস গিস ১৯৫৮ সালে তিন ভাই যথাক্রমে ব্যরী, রবিন এবং মোউরিচ রীব ( Barry, Robin and Maurice )। এই তিন ভাই ৬০ দশকের শেষ দিকে এবং ৭০ দশকের প্রথমদিকে খুবই জনপ্রিয় ছিল। পরবর্তীতে ৭০ দশকের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত তাঁদের ডিস্কো মিউজিকের জন্য খ্যাতি ছড়িয়ে পড়েছিল।
আনহার গাওয়া ” ভালোবাসা মানে ” গানটির ছায়াসুর আরোপে সহায়তা করছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী আগুন।
গানের কথা লিখেছেন আতিকুর রহমান। সংগ্রহীত সুরে যন্ত্র সঙ্গত দিয়েছেন রিপন খান, আর মিউজিক মিক্সিং এ ছিলেন প্রত্যয় খান। ভিডিও চিত্রধারন ও সম্পাদনা করেছেন বিপু ও মেহেদি জিহাদ।
শিল্পী আনহা
ইকিউ মিউজিক স্টেশনে ধারণকৃত গানটি সার্থক রুপ দেয়ার জন্য প্রখ্যাত সঙ্গীত শিল্পী আগুন ও দিলারা শারমিনকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন শিল্পী আনহা।
ভিডিওঃ ভালোবাসা মানে।। মিউজিক ভিডিও।। শিশু শিল্পী আনহা
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |