
যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা আফগান সেনাবাহিনীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন আফগানিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সামি সাদাত।
গত বুধবার নিউইয়র্ক টাইমসে সামি সাদাতের একটি কলাম ছাপা হয়। সেখানে তিনি এমন মন্তব্য করেছেন।
সামি লিখেছেন, আফগান সেনাদের যুদ্ধ করার ইচ্ছা হারিয়ে গিয়েছিল কারণ আমাদের অংশীদার আমেরিকানরা আমাদের আগেই ছেড়ে যায়। বিষয়টা আফগান সেনারা বোঝার পর তারা যুদ্ধ করার আগ্রহ হারান।
সাদাত লিখেছেন, আমরা বিশ্বাসঘাতকতার শিকার। আশরাফ গনি দ্রুত সরে পড়ে তালেবানের সঙ্গে দর কষাকষিতে যান। তখন আর আমাদের করার কিছু ছিল না।
এই লেফটেন্যান্ট জেনারেল লিখেছেন, কাবুল আর ওয়াশিংটনের মধ্যে যে রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছিল, তাতে আফগান বাহিনীর দমবন্ধ দশা হয়েছিল, তাদের কাজ ঠিকভাবে করার সামর্থ্যই কমে গিয়েছিল।
সামি সাদাত আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তালেবানের সঙ্গে লড়াইয়ে ১৫ হাজার সৈন্যের নেতৃত্ব দিয়েছেন ১১ মাস ধরে। সেই লড়াইয়ে শত শত অফিসার আর সৈন্যকে তাদের হারাতে হয়েছে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ |