
হাতির পিঠে যোগ আসনে বসেছিলেন উপমহাদেশের প্রখ্যাত যোগগুরু বাবা রামদেব। আসনরত অবস্থায় একপর্যায়ে তিনি মাটিতে পড়ে মারাত্মক আঘাত পেয়েছেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, দৃশ্যটি সোমবার মাথুরার রমনারতি আশ্রমে ধারণ করা। পড়ে যাওয়ার সময় তিনি তাঁর চারপাশে জড়ো হওয়া শিষ্যদের যোগব্যায়াম শেখাচ্ছিলেন। তখন দৃশ্যটি উপস্থিত কেউ ধারণ করেন।
২২ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সুসজ্জিত হাতির পিঠে দুই হাত মাথার ওপরে রেখে আসনে বসেছেন বাবা রামদেব। একটু পর হাতিটি নড়াচড়া করে ওঠে। আর তখনই পড়ে যান এই যোগগুরু।
তবে হাতির পিঠ থেকে পড়ে গিয়ে এই যোগগুরু ব্যথা পেয়েছেন কি না তা নিশ্চিত করেনি জি নিউজ। যাহোক, পড়ে যাওয়ার পরপরই তাঁকে হাসতে হাসতে উঠতে দেখা যায়।
এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ পোস্ট দিলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকে এটা নিয়ে মজা করেছেন।
নিমো চৌধুরী নামের এক ব্যক্তি ভিডিওটি টুইটারে দিয়ে লিখেছেন, ‘ব্রেকিং : হাতির পিঠে বসে যোগ আসন করতে গিয়ে পড়ে গেলেন বাবা রামদেব। তিনি মেরুদণ্ডে মারাত্মক আঘাত পেয়েছেন। তাঁকে মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
ভিডিওঃ রামদেবের হাতির পিঠে যোগাসন, অতঃপর……
BREAKING: Baba Ramdev fell off from an elephant while doing Yoga on it, has sustained severe injuries in Spine, now admitted to Medanta Gurgaon.pic.twitter.com/1ec0IxFDLG
— Dr Nimo Chaudhary 🚩 (@niiravmodi) October 13, 2020
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |