
অনুন্নত দেশের বিমানবন্দরে বৃষ্টির পানি ঢুকে পড়ে মাঝে মধ্যে। কিন্তু উন্নত বিশ্বের বিমানবন্দর একটু বৃষ্টিতে ভেসে যায়, এটা মেনে নেয়া যায় না।
এবার তাই ঘটল যুক্তরাজ্যের রাজধানী খোদ লন্ডনের লুটন বিমানবন্দরে। সেখানে একটু বৃষ্টি হলে পানি থইথই করে বিমানবন্দরে! বিশ্বাস না হলে নিজের চোখেই দেখে নিন ভিডিওতে। খবর দি গার্ডিয়ান
ভিডিওতে দেখা গেছে, কয়েক পশলা বৃষ্টিতে পানি চুঁইয়ে ঢুকেছে লন্ডনের লুটন বিমানবন্দরে। তাতেই বানভাসি দশা। প্রায় ১৫ মিনিট ধরে একটানা পানি চুঁইয়ে পড়েছে বিমানবন্দরের মধ্যে। ফলে পানিতে গোড়ালি পর্যন্ত ডুবে যায়।
আর এ অবস্থা দেখে হতভম্ব বিমানযাত্রীরা। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঝড়ো বাতাস আর প্রবল বৃষ্টি নাকি এই কাণ্ডের জন্য দায়ী!
এনডিটিভির অনলাইনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বানভাসি বিমানবন্দরকে ঠিক করতে সাময়িকভাবে বিমান উঠানামা বন্ধ করে দেয়া হয়। পরে বাধ্য হয়ে কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে নেয় সমস্ত যাত্রীদের কাছে। আর অঘটনের জন্য দোষ চাপায় অকাল বর্ষণের ঘাড়ে!
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |