
যুক্তরাজ্যস্থ বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন লন্ডনে সফররত মালয়েশিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত এমপি দাঁতো সৈয়দ আবু হোসেনের সম্মানে এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
২০১৮ সালে দাঁতো সৈয়দ আবু হোসেন এমপি মালয়েশিয়ার বারিসেন ন্যাশনাল পার্টি থেকে বুকিত গ্যানটান এলাকার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি বর্তমান ক্ষমতাসীন দলের সাথে কোয়ালিশন সরকারে রয়েছেন।
১৯৪৮ সালে তাঁর বাবা সৈয়দ আবু ফজল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে মালয়েশিয়া গিয়ে বসতি স্থাপন করেন।
গত সোমবার সংগঠনের প্রেস সেক্রেটারী সৈয়দ জহুরুল হকের পরিচালনায় ও সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি বদরুজ্জামান বাবুল, ভারপ্রাপ্ত সম্পাদক শিহাবুজ্জামান কামাল, সাংগঠনিক সম্পাদক হাজী ফারুক মিয়া, ব্যারিস্টার সৈয়দ আফজাল জামী, প্রশিক্ষণ সম্পাদক আফসার উদ্দিন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য নাজমুল হোসেন, সাংবাদিক মাহবুব আলী খানসূর, গ্রেট বাংলার সম্পাদক হাসনাত খান ও কমিউনিটি একটিভিস্ট আলহাজ্ব নুর বকশ, নুরুল আমিন, সৈয়দ রফিকুল হক, সৈয়দ আশফাক আহমদ, মাওলানা সৈয়দ তামিম আহমদ, সাইফুর রহমান পারভেজ, মাস্টার নুরুল ইসলাম, সৈয়দ হোসেন প্রমুখ।
পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের ঊঢহাম গার্ডেন সেন্টারে সাংবাদিক ও পেশাজীবীদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বক্তারা মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা লাঘবে সেদেশের এমপি দাঁতো সৈয়দ আবু হোসেনের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেন। তাঁরা বৃটেনে বাংলাদেশি কমিউনিটির অবদান তুলে ধরেন।
সংবর্ধিত অতিথি সেখানকার বাংলাদেশিদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং সবাইকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, আধুনিক মালয়েশিয়ার রুপকার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মুহম্মদও ছিলেন বাঙ্গালী বংশোদ্ভুত। তাঁর দাদার বাড়ি ছিল চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলাধীন কর্ণফুলী নদীর তীরের মরিয়মনগরে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ |